মানিকগঞ্জ সংবাদদাতা : ঘন কুয়াশার কারণে চার ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল আবার শুরু হয়েছে। এ সময় উভয়পাড়ে কয়েক হাজার গাড়ি আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে তীব্র শীতে যাত্রী ও যানবাহন শ্রমিকরা দুর্ভোগ পোহাচ্ছেন। সোমবার রাত ২টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত চার ঘণ্টা বন্ধ থাকার পর আবার ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের ম্যানেজার মো. সালাউদ্দিন জানান, সোমবার রাত ১২টা থেকে কুয়াশার কারণে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছিল। সোমবার রাত ২টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়া ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ১০টি ফেরির মধ্যে পাটুরিয়া ঘাটে দুটি রো রো ও দৌলতদিয়া ঘাটে পাঁচটি রো রো ফেরি নোঙ্গর করে।

৩০টি ছোট-বড় যানবাহন নিয়ে মাঝ নদীতে কপোতী, কামিনী, ভাষা শহীদ বরকত নামের তিনটি ফেরি আটকা পড়ে। মঙ্গলবার সকাল ৬টার দিকে কুয়াশার মাত্রা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এখনও উভয় ঘাটে পাঁচ শতাধিক ছোট-বড় যান পারের অপেক্ষায় আছে বলেও তিনি জানান।

(দ্য রিপোর্ট/এনইউ/এএস/শাহ/জানুয়ারি ২৮, ২০১৪)