সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার তালা উপজেলায় ছাত্রদলের ডাকে মঙ্গলবার অর্ধদিবস হরতাল চলছে। তালা উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি ও ইসলামকাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজহারুল ইসলাম (২৮) নিহতের প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়।

হরতালে সকাল থেকে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুলতে শুরু করেছে দোকানপাট। রয়েছে পুলিশ টহল। যান চলাচল অনেকটা স্বাভাবিক রয়েছে। সকাল থেকে তালা-পাইকগাছা, তালা-সাতক্ষীরা, তালা-আঠারমাইল, তালা-খলিলনগর সড়কে কোনো পিকেটারকে দেখা যায়নি।

উল্লেখ্য, সোমবার ভোরে তালা উপজেলার মাগুরা খেয়াঘাট এলাকায় যৌথবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন ছাত্রদল নেতা আজহারুল ইসলাম। এর প্রতিবাদে তালা উপজেলা ছাত্রদল এ হরতালের ডাক দেয়।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে।

(দ্য রিপোর্ট/এএস/এমআর/শাহ/জানুয়ারি ২৮, ২০১৪)