দ্য রিপোর্ট ডেস্ক : মিসরের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আব্দুল ফাত্তাহ আল-সিসিকে প্রেসিডেন্ট পদে লড়ার জন্য সমর্থন জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর প্রধান কাউন্সিল। ফলে প্রেসিডেন্ট পদে লড়তে আর কোনো বাধা নেই তার।

প্রতিরক্ষা বাহিনী থেকে বলা হয়েছে, অল্পদিনের মধ্যেই প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য সিসি পদত্যাগ করবেন।

সামরিক বাহিনীর প্রধান কাউন্সিল থেকে বলা হয়েছে, ‘সিসির প্রতি যে জনগণের আস্থা রয়েছে তা প্রমাণে তাদের সুযোগ দেওয়া উচিত।’

ব্যাপক গণবিদ্রোহের মুখে গত জুলাইয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাতের নেতৃত্ব দেন ফিল্ড মার্শাল সিসি।

আগামী এপ্রিলের মাঝামাঝিতেই হতে পারে নির্বাচন। নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সিসি জিতে যাবেন এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। প্রতিদ্বন্দ্বী না থাকায় সিসির জয় আরও নিশ্চিত বলেও মনে করছেন তারা।

জনগণ আসলেই তাকে ক্ষমতায় চান কি না তা জানতে আগ্রহী সিসি। আর জনগণ তাকে সমর্থন দেবেন এটার প্রমাণই মিলেছে শনিবার কায়রোতে সিসির নির্বাচনী প্রার্থীতার র‌্যালিতে দশ হাজার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে। একই সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ৫০ জন। নিহতরা ক্ষমতাচ্যুত মোহাম্মদ মুরসিকে পুনর্বহালের দাবিতে নেমেছিল আন্দোলনে।

এ প্রসঙ্গে সিসি রবিবার বলেছেন, যারা বিদ্রোহ করছে তাদের নেতৃত্ব দিচ্ছে মোহাম্মদ মুরসির মুসলিম ব্রাদারহুড। কিন্তু জনগণ কখনই চায় না একজন খুনিকে ক্ষমতায় বসাতে। সূত্র: বিবিসি।

(দ্য রিপোর্ট/আরজে/জেএম/জানুয়ারি ২৮, ২০১৪)