কুমিল্লা প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের ধাক্কায় মা ও ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটে মহাসড়কের নোয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাকের যাত্রী ময়মনসিংহ জেলার সমুগঞ্জ পশ্চিম বাজারের কুদ্দুস আলীর ছেলে মো. মোস্তফা (৩৫) ও নিহতের মা হালিমা বেগম (৬০)। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক ও নিহতের দুই শিশু সন্তান। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাব উদ্দিন দ্য রিপোর্টকে জানান, সকাল ৭টা ৪০ মিনিটে চৌদ্দগ্রাম উপজেলার নোয়াবাজার এলাকায় চট্টগ্রামমুখী একটি ট্রাক একই দিকে যাওয়া একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে ট্রাকে থাকা মোস্তফা ও হালিমা বেগম ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় ট্রাকচালক ও নিহত মোস্তফার দুই শিশু সন্তান গুরুতর আহত হয়েছে। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃতদেহ ও দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে মিয়াবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/জেপি/এএস/এএল/জানুয়ারি ২৮, ২০১৪)