তীব্র শীতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চল
দ্য রিপোর্ট ডেস্ক : তীব্র শীত ও প্রচণ্ড বাতাসের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলের জীবনযাত্রা।
দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার শীতকালীন ঝড় আঘাত হানতে পারে। মধ্য-পশ্চিমাঞ্চলে তুষারপাত, বরফ বৃষ্টি ও ঠাণ্ডা বাতাস অব্যাহত থাকতে পারে। এর ফলে তাপমাত্রা আরও নেমে যেতে পারে বলে জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, শিকাগো, মিনিয়াপলিস ও মিলওয়াকিসহ মধ্য-পশ্চিমাঞ্চলের অন্যান্য এলাকায় মঙ্গলবার তাপমাত্রা দ্বিতীয় দিনের মতো শূন্য ডিগ্রির নিচে নেমে যেতে পারে। তবে মঙ্গল ও বুধবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের তাপমাত্রা শূন্য ডিগ্রির ওপরেই থাকবে বলে পূ্র্বাভাসে বলা হয়েছে।
নর্থ ক্যারোলিনায় মঙ্গলবার ভারি তুষারপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে উপকূলীয় সাউথ ক্যারোলিনায় বরফ ও তুষারপাত হতে পারে বলে ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাসে বলা হয়েছে।
এ নিয়ে চলতি মাসে দ্বিতীয়বারের মতো শূন্য ডিগ্রির নিচে তাপমাত্রা আঘাত হানায় দেশটির মধ্য-পশ্চিমাঞ্চলের বাসিন্দারা নাজেহাল হয়ে পড়েছেন। খারাপ আবহাওয়ার কারণে সোমবার দেশটিতে প্রায় নয়শ’ ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিরূপ আবহাওয়ার কারণে মঙ্গলবার নিউ অর্লিন্স, মিনিয়াপলিস, শিকাগো ও মিলওয়াকির স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে। ইন্ডিয়ানাপলিস, গালভেস্টন ও মিলওয়াকি কাউন্টিতে সরকারি অফিসগুলোও বন্ধ রাখা হতে পারে। সূত্র: রয়টার্স।
(দ্য রিপোর্ট/কেএন/জেএম/এএল/জানুয়ারি ২৮, ২০১৪)