দ্য রিপোর্ট ডেস্ক : বিক্ষোভকারীদের দমনের জন্য প্রণয়ন করা নতুন একটি আইন বাতিল করতে যাচ্ছে ইউক্রেনের জাতীয় সংসদ। চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষিতে সম্প্রতি প্রণয়ন করা ওই আইনটি বাতিলে দেশটির পার্লামেন্টের একটি বিশেষ অধিবেশন ডাকা হয়েছে।

প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ নিজেই আইনটি রদের প্রস্তাব করেন। তবে সংসদ সদস্যরা সবাই তাকে এ ব্যাপারে সমর্থন করবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।

এর আগে ওই আইনটি বাতিলের দাবিকে কেন্দ্র করেই বিক্ষোভকারীদের সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে।

তবে আটক বিক্ষোভকারীদের ছেড়ে দেওয়ার ব্যাপারে বিরোধীদের দাবি হয়ত পার্লামেন্ট অনুমোদন নাও করতে পারে।

প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ বলেন, বিক্ষোভকারীরা যদি রাস্তার ব্যারিকেড তুলে নেয় ও সরকারি ভবনে হামলা করা বন্ধ করে তাহলেই আটকদের ছেড়ে দেওয়া হবে।

সোমবার তিন বিরোধী নেতার সঙ্গে এক বৈঠকে এ সব ছাড় দেওয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ। তবে এর জবাবে বিক্ষোভকারীরা জানিয়ে দিয়েছেন, ইয়ানুকোভিচ পদত্যাগ না করা পর্যন্ত তারা রাজপথ ও সরকারি ভবনগুলোর দখল ছাড়বেন না।

এ দিকে সরকার ও বিরোধী পক্ষের নেতাদের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটনের মঙ্গলবার ইউক্রেন এসে পৌঁছার কথা রয়েছে।

এ ব্যাপারে অ্যাশটন বলেন, ইউক্রেন সরকার দেশে জরুরি অবস্থা জারি করতে পারে- গণমাধ্যমে প্রকাশিত এ ধরনের সংবাদে ইউরোপীয় ইউনিয়ন বিচলিত হয়ে পড়েছে। তবে ইউক্রেন সরকার পরে নিশ্চিত করেছে যে এখনই জরুরি অবস্থা জারির মতো কঠোর কোনো পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা নেই তাদের।

(দ্য রিপোর্ট/এমএটি/জেএম/এএল/জানুয়ারি ২৮, ২০১৪)