দ্য রিপোর্ট প্রতিবেদক : খন্দকার মাহবুব হোসেনের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার মহানগর হাকিম রেজাউল করিম তার উপস্থিতিতে এ আদেশ দেন।

পুলিশকে হত্যার নির্দেশে ইটপাটকেল নিক্ষেপ ও বোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনের রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মামলার সুষ্ঠু তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক ফজলুর রহমান সাত দিনের রিমান্ড আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া খন্দকার মাহবুব হোসেনের জামিনের আবেদন করেন। কিন্তু আদালত রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ৭ জানুয়ারি আটক করা হয় খন্দকার মাহবুবকে। পুলিশের কর্তব্য কাজে বাধা, ভাঙচুর ও বোমা হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে ৫ জানুয়ারি রমনা থানায় করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

(দ্য রিপোর্ট/জেএ/ইইউ/জেএম/শাহ/জানুয়ারি ২৮, ২০১৪)