আইসিবির অর্ধ বার্ষিক প্রতিবেদন প্রকাশ
দ্য রিপোর্ট প্রতিবেদক: অর্ধ বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্ধ বার্ষিকে (জুলাই’১৩-ডিসেম্বর’১৩) আইসিবির কর পরবর্তী সমন্বিত মুনাফা হয়েছে ৮৫ কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় হয়েছে ২০.২৩ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৮৪ কোটি ৮৮ লাখ ৭০ হাজার টাকা এবং ২০.১২ টাকা।
বিগত তিন মাসে এ কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ৩৪ কোটি ৫৭ লাখ ২০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় হয়েছে ৮.১৯ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ৪৬ কোটি ৭৯ লাখ ৫০ হাজার টাকা এবং ১১.০৯ টাকা।
(দ্য রিপোর্ট/ডব্লিউিএন/এএল/জানুয়ারি ২৮, ২০১৪)