নাটোর সংবাদদাতা : নাটোর জেলার সব ইউনিয়ন পরিষদে মঙ্গলবার ধর্মঘটের শেষ দিন চলছে। সিংড়ায় আওয়ামী লীগ নেতা ও কলম ইউপি চেয়ারম্যান ফজলার রহমানের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে এ ধর্মঘট চলছে।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার জেলার ৫২টি ইউনিয়ন পরিষদ সকাল থেকে বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য, ১৮ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে সিংড়ার সাঁওইল গ্রামে কতিপয় সন্ত্রাসী চেয়ারম্যান ফজলার রহমান ফনুকে কুপিয়ে হত্যা করে। এ সময় তার ভাতিজা জাহিদকে কুপিয়ে জখম করা হয়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ও বিচারের দাবিতে ২১ জানুয়ারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের বিভাগীয় ও জেলা নেতারা মানববন্ধন করে। মানববন্ধন থেকে ৭২ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করার জন্য প্রশাসনের প্রতি আল্টিমেটাম দেয়া হয়।

আর ২৬ জানুয়ারি থেকে জেলার সব ইউনিয়ন পরিষদে ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়। মামলা হওয়ার পরও আল্টিমেটামে দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় ফোরামের ঘোষণা অনুযায়ী ইউনিয়ন পরিষদগুলো এ কর্মসূচি পালন করছে বলে ফোরামের নেতারা জানান।

(দ্য রিপোর্ট/এনএইচ/ইইউ/এএস/শাহ/জানুয়ারি ২৮, ২০১৪)