দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রকাশ্যে ধূমপানের ঘটনায় ক্ষমা চাইলেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী।

মঙ্গলবার দুপুরে তিনি ফোনে দ্য রিপোর্টকে বলেন, ‘ঘটনাটি আনকন্সাস মাইন্ডে ঘটে গেছে। আশা করি বিষয়টি কেউ অন্যভাবে নেবেন না। আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি।’

এর আগে তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘গতকাল এবং আজকে বিভিন্ন গণমাধ্যমে আসা আমার একটি ছবি নিয়ে আমি খুবই লজ্জিত। অস্বীকার করি না, আমি একজন চেইন স্মোকার। কিন্তু এ ভাবে প্রকাশ্যে ধূমপান করা আমার কোনোভাবেই ঠিক হয়নি। গতকাল অনেকটা আনকন্সাস মাইন্ডে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। এ রকম ঘটনা আগামীতে আর হবে না। আমি আশা করি, আমার আত্ম-উপলব্ধি আপনারা বিবেচনায় এনে নিজ গুণে ক্ষমা করবেন।’

সোমবার সিলেটে প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী মঞ্চে বসেই ধূমপান করেন। সিলেটের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমে এ বিষয়টি নিয়ে সচিত্র সংবাদ প্রকাশিত হয়। এতে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে।

(দ্য রিপোর্ট/আরএমএম/এমসি/এএল/জানুয়ারি ২৮, ২০১৪)