তালেবানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান বিলওয়ালের
দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলওয়াল ভুট্টো জারদারি তালেবানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। খবর বিবিসির।
তালেবানের মতো সশস্ত্র সংগঠনগুলোর হুমকি মোকাবেলায় রাজনীতিবিদদের ‘জাগ্রত’ হওয়া উচিত বলেও জানিয়েছেন তিনি। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিলওয়াল এ কথা বলেন।
তিনি বলেন, ‘তালেবানের সঙ্গে আলোচনা সব সময়ই একটি বিকল্প হিসেবে ছিল। আমাদের এখন শক্ত অবস্থান নেওয়া উচিত।’
সম্প্রতি তালেবান দেশটির নিরাপত্তাবাহিনীর ওপর বেশ কয়েকবার হামলা চালিয়েছে। পাকিস্তানের জাতীয় সংসদে এ বিষয়ে আলোচনাও হয়েছে।
বিলওয়াল জানান, ২০০৭ সালে তার মায়ের হত্যাকাণ্ডের পর দেশের মানুষের জাগ্রত হওয়া উচিত ছিল। কিন্তু তার পরিবার যে ঐক্যমত তৈরি করেছিল তা নষ্ট করেছেন রাজনীতিবিদরা।
তিনি বিবিসিকে জানান, তার রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টির দায়িত্ব নিতে চান তিনি। গত বছরের নির্বাচনে দলটির ভরাডুবি হয়েছে।
বিলওয়াল বলেন, ‘আমি কখনই নিজেকে রাজনীতিবিদ হিসেবে দেখতে চাইনি।’
তবে দেশে আসার পর সিদ্ধান্ত পাল্টেছেন বলে জানান বিলওয়াল। ২০১৮ সালে অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশ নেওয়ার কথাও ভাবছেন ২৫ বছর বয়সী এই তরুণ রাজনীতিবিদ।
(দ্য রিপোর্ট/কেএন/এমসি/এএল/জানুয়ারি ২৮, ২০১৪)