দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশীয় বিভিন্ন কোম্পানির তৈরি করা ওষুধের সরকারি মূল্যতালিকা প্রস্তুত করা, নকল ওষুধ প্রস্তুত ও বাজারজাত বন্ধে মনিটরিং সেল গঠন করতে রুল জারি করেছে হাইকোর্ট।

একই সঙ্গে বিনামূল্যে বিতরণ করা সরকারি ওষুধের তালিকা দৈনিক পত্রিকায় প্রকাশের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিচারপতি মির্জা হোসাইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এ ছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া বিক্রয়যোগ্য ওষুধের তালিকা কেন প্রস্তুত করা হবে না, তা জানতে চেয়েও রুল জারি করেছে হাইকোর্ট।

আগামী দুই সপ্তাহের মধ্যে বিবাদী আইন সচিব, স্বাস্থ্য সচিব, ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

জনস্বার্থে গত বছরের ১৭ ডিসেম্বর অ্যাডভোকেট জে আর খার রবিনের পক্ষে রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী শরীফ ইউ আহম্মেদ, মির্জা আল মাহমুদ ও জীবন নেছা মুক্তি।

(দ্য রিপোর্ট/এসএ/জেএম/শাহ/জানুয়ারি ২৮, ২০১৪)