বন্যহাতির তাণ্ডবে বান্দরবানে শিশুসহ নিহত দুই
বান্দরবান সংবাদদাতা : বান্দরবানে বন্যহাতির আক্রমণে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। এতে এক শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন। এ সময় টংকাবর্তী ও ভাগ্যকূলে ৮টি বসতবাড়ি ভাঙচুরের খবর পাওয়া গেছে। সদর উপজেলার দুর্গম টংকাবর্তী ও ভাগ্যকূল এলাকায় মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন দেলোয়ারা বেগম (৬৫) ও জোবায়ের হোসেন সজীব (৭)। এ সময় শিশু সাদ্দাম হোসেনসহ (৪) আরও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় শিশু সাদ্দামকে লোহাগাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টংকাবর্তী ইউনিয়নের চান্দাপাড়া ও সুয়ালক ইউনিয়নের ভাগ্যকূল-গয়ালমারাপাড়ায় ৭-৮টি বন্যহাতির একটি দল তাণ্ডব চালায়। এ সময় বন্যহাতির আক্রমণে টংকাবর্তীতে ফিরোজ আহম্মেদের স্ত্রী দেলোয়ারা বেগম ও ভাগ্যকূল বাবুর্চিপাড়ায় শিশু জোবায়ের হোসেন সজীবের মৃত্যু হয়। এ সময় বন্যহাতির দল টংকাবর্তীতে ৬টি ও গয়ালমারা এলাকায় ২টি বসতবাড়ি ভাঙচুর করেছে। খবর পেয়ে বান্দরবান সদর উপজেলার জনপ্রতিনিধি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
টংকাবর্তী ইউপি মেম্বার মো. ইসমাঈল জানান, কয়েক দিন ধরে টংকাবর্তীসহ আশপাশ এলাকায় বন্যহাতির আক্রমণ বেড়ে গেছে।
বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ জানান, হতাহত ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া হবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
(দ্য রিপোর্ট/এএস/এফএস/এএস/এএল/জানুয়ারি ২৮, ২০১৪)