৩৭ তালেবান বন্দিকে মুক্তি দিচ্ছে আফগানিস্তান
দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্র নিরাপত্তায় ঝুঁকি বলে মনে করে এমন ৩৭ জন বন্দিকে দুই সপ্তাহের মধ্যে বাগরাম কারাগার থেকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে আফগান সরকার। খবর আল জাজিরার।
কাবুল ও ওয়াশিংটনের মধ্যে সপ্তাহব্যাপী সঙ্কটের পর সোমবার এ খবর জানা গেছে।
এদিকে ইউনাইটেড স্টেটস ফোর্সেস- আফগানিস্তান (ইউএসএফওআর-এ) সোমবার সকালে জারি করা এক বিবৃতিতে এ সব বন্দিকে মুক্তি দেওয়ার নিন্দা জানিয়েছে। এটাকে তারা ‘বিচারবহির্ভূত মুক্ত’ বলে অভিহিত করেছে।
ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘এ সব বন্দির ৪০ শতাংশ অন্তত ৫৭ জন আফগান নাগরিক হতাহতের ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। শতকরা ৩০ শতাংশ বন্দি ৬০ মার্কিন ও যৌথবাহিনীর সদস্যদের হত্যাকাণ্ডে সরাসরি আক্রমণ চালিয়েছে।’
ওয়াশিংটন বাগরামের ৮৮ জন বিতর্কিত বন্দিকে বিপজ্জনক বলে পর্যাপ্ত প্রমাণও দিয়েছে। তবে আব্দুল শাকুর দারদ্রাসের নেতৃত্বাধীন আফগান রিভিউ বোর্ড জানিয়েছে, এ সব বন্দি আবার সশস্ত্র কার্যক্রমে ফিরে যাবে- এই দাবির সমর্থনে পর্যাপ্ত প্রমাণ দেখাতে পারেনি ওয়াশিংটন।
আফগান সরকার অবশ্য মুক্তির পরিকল্পনা নিয়ে এখনও কোনো বিবৃতি দেয়নি। এর আগে শনিবার এক প্রেস কনফারেন্সে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই বাগরাম কারাগারকে ‘তালেবান তৈরির কারখানা’ বলেছিলেন।
তিনি বলেন, ‘বাগরামে নিরাপরাধ মানুষদের ধরে এনে নির্যাতন চালানো হয়। তাদের ভয়ঙ্কর অপরাধী হিসেবে গড়ে তোলা হয়।’
(দ্য রিপোর্ট/কেএন/শাহ/জানুয়ারি ২৮, ২০১৪)