বরিশাল সংবাদদাতা : বরিশালের মেহেন্দিগঞ্জে আলোচিত ফাইভ মার্ডার মামলার রায়ে দুই সহোদরের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন এবং অপর পাঁচজনকে খালাস দিয়েছেন আদালত।

বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মতিয়ার রহমান মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় জনাকীর্ণ আদাতে এ রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই সহোদর হলেন শাহজাহান বৈরাগী (৬৫) ও তার ভাই শহিদুল ইসলাম বৈরাগী (৬২)। এর মধ্যে শাহজাহান বৈরাগী পলাতক।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ৩০ জুন রাতে মেহেন্দিগঞ্জের ভাসানচর ইউনিয়নের খলিসার উত্তরপাড় গ্রামে তানিজারা বেগম (৩৮), মেয়ে আনজান বেগম (১৭), সাথী বেগম (১৪), জান্নাত (১০) ও ফেরদৌসীকে (৬) সিঁধ কেটে ঘরে প্রবেশ করে হত্যা করে। এ ঘটনায় স্থানীয় চৌকিদার মো. নূরুজ্জাম বাদী হয়ে মামলা করলে ২০০৯ সালের ১৯ মার্চ ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। আদালত ৫৪ জন সাক্ষীর মধ্যে ৪২ জনের সাক্ষ্য গ্রহণ করে মঙ্গলবার মামলার রায় প্রদান করেন।

এ মামলায় যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন মো. সুলতান খাঁ, কাইয়ুম খাঁ ও ফরহাদ হোসেন লাবু।

(দ্য রিপোর্ট/বিএস/এএস/এএল/জানুয়ারি ২৮, ২০১৪)