ঝিনাইদহে সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরণ
ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে সেবা সংগঠন আঞ্জুমান মফিদুল ইসলামের উদ্যোগে শীতবস্ত্র ও সেলাই মেশিন বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম।
আলহাজ খাইরুল বাশারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সম্পাদক আলহাজ আশরাফুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য আমিনুর রহমান টুকু, যুগ্ম-সম্পাদক আহসান হাবিব রনক প্রমুখ।
পাঁচজন দুস্থ মহিলাকে একটি করে সেলাই মেশিন ও ৭০ জন অসহায় ব্যক্তির মাঝে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল দেওয়া হয়।
(দ্য রিপোর্টে/আরএইচ/ইইউ/এএস/সা/জানুয়ারি ২৮, ২০১৪)