হেফাজতের মামলায় শিমুল বিশ্বাসের জামিন
দ্য রিপোর্ট প্রতিবেদক : হেফাজতের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের জামিন মঞ্জুর করেছেন আদালত।
ঢাকা মহানগর দায়রা জজের বিচারক মো. জহুরুল হক শুনানি শেষে মঙ্গলবার এ আদেশ দেন।
মতিঝিল থানায় গত বছরের ১১ মে দায়ের করা মামলায় তার জামিন চেয়ে আইনজীবী জয়নাল আবেদীন মেজবা এ আবেদন করেন। আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
(দ্য রিপোর্ট/জেএ/এমসি/আরকে/জানুয়ারি ২৮, ২০১৪)