শাহরুখ ফিরছেন বৃহস্পতিবার
দ্য রিপোর্ট ডেস্ক : সম্প্রতি ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির শুটিংয়ে আহত হন বলিউড কিং শাহরুখ খান। মুম্বাইয়ের পাঁচতারকা ডে-ডাব্লিউ ম্যারিয়ট হোটেলে ফারাহ খান পরিচালিত এই ছবির শুটিং চলাকালে শাহরুখের ওপরে একটি দরজা ভেঙে পড়ে। আহত শাহরুখ চিকিৎসকের পরামর্শে বিশ্রাম পর্ব শেষে বৃহস্পতিবার শুটিংয়ে ফিরছেন।
বলিউড লাইফ ডটকমের সূত্রমতে, আহত শাহরুখকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে কিছুদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন।
এ ঘটনায় বলিউড মিডিয়া ব্যস্ত হয়ে উঠে। কিং খানের ভক্ত-গুণগ্রাহীরা দুশ্চিন্তায় পড়েন প্রিয় তারকার আক্রান্ত হওয়ার খবরে। আরও কিছু জল্পনা-কল্পনার খবরও ছড়িয়ে পড়ে। সব জল্পনা ও আতংক কাটিয়ে শাহরুখ খান পুনরায় শুটিংয়ে ফিরছেন বৃহস্পতিবার।
শাহরুখকে রেখেই অবশ্য ছবির কাজ এগিয়ে চলছে। ছবিতে দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, সনু সুদ ও বোমান ইরানির অংশের শুটিং চলছে এখন স্টুডিও ইন মুম্বাইয়ে’। বৃহস্পতিবার শাহরুখ এলেই জোরেশোরে এগিয়ে চলবে ছবির কাজ। ফারাহ খান সেভাবেই ছবির শুটিং সিডিউল তৈরি করে কাজ করছেন।
(দ্য রিপোর্ট/এআর/এমসি/সা/জানুয়ারি ২৮, ২০১৪)