দ্য রিপোর্ট প্রতিবেদক : আগামী ২০ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাচ্ছে ৯ম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা। বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) ও তাইওয়ানের স্যান সাও আন্তর্জাতিক কোম্পানি লিমিটেড যৌথভাবে এ মেলা আয়োজন করবে। মেলা চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিপিজিএমইএ’র সভাপতি মো. জসিম উদ্দিন মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

প্লাস্টিক মেলায় থাকবে প্রায় ৩৫০টি স্টল। বাংলাদেশসহ চীন, ভারত, পাকিস্তান, তাইওয়ান, কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাজ্য, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, ইতালি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ মেলায় অংশগ্রহণ করবে। প্রথমবারের মতো অংশগ্রহণ করবে থাইল্যান্ড, যুক্তরাজ্য, ইতালি ও সিঙ্গাপুর।

জসিম উদ্দিন জানান, প্রতিবারের মতো এবারও মেলাকে সফল করতে সার্বিক উদ্যোগ নেওয়া হয়েছে। মেলায় থাকবে সেমিনার, সিম্পোজিয়াম, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

বিগত কয়েকবছর টানা এ মেলা আয়োজন করা হলেও এরপর প্রতি দুই বছরে একবার আয়োজন করা হতে পারে বলে জানান সংস্থাটির বিপিজিএমইএ’র সভাপতি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংস্থাটির জসিম উদ্দিন বলেন, বাংলাদেশের প্লাস্টিক খাতের অগ্রযাত্রায় এ মেলা ব্যাপক অবদান রাখছে। মেলার মাধ্যমে প্লাস্টিক পণ্যের পরিচিতি ও নতুন প্রযুক্তির সমন্বয় ক্রমান্বয়ে বাড়ছে।

বর্তমানে প্লাস্টিক পণ্য দেশীয় চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করা হচ্ছে বলে জানান তিনি।

তিনি বলেন, সম্প্রতি রাজনৈতিক অস্থিতিশীলতায় অন্য খাতের ন্যায় প্লাস্টিক খাতও ক্ষতির কবলে পড়ে। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে প্লাস্টিক খাতে ৪ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

বিপিজিএমইএ সভাপতি জসিম উদ্দিন আরও বলেন,প্লাস্টিক খাত জিএসপি সুবিধার আওতায় না থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে এই সুবিধাটি বন্ধ করা হয়েছে। এতে করে প্লাস্টিক খাত ক্ষতির কবলে পড়েছে এবং পণ্যমূল্য ২০ শতাংশ বৃদ্ধি পাবে। আর গার্মেন্টস খাতের অস্থিতিশীলতার কারণে জিএসপি সুবিধা বাতিল করলেও এই খাতটিতে কোনো প্রভাব পড়ছে না। কিন্তু প্লাস্টিক খাতে প্রভাব ফেলছে। যার ফলে জিএসপি সুবিধা বাতিলের সিদ্ধান্তকে রাজনৈতিক গেম বলে উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিপিজিএমইএ’র সাবেক সভাপতি মো. ইউসুফ আশরাফ, ফেরদৌস ওয়াহেদ, শাহেদুল ইসলাম, সামিম আহমেদ, সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন আহমেদসহ অন্য কর্মকর্তারা।

উল্লেখ্য, বিপিজিএমইএ ও বিসিক-এর যৌথ উদ্যোগে সর্বপ্রথম ১৯৮৭ সালে প্লাস্টিক মেলার আয়োজন করা হয়।

(দ্য রিপোর্ট/আরএ/এসএন/জেএম/সা/জানুয়ারি ২৮, ২০১৪)