বিশ্বনাথে ৪ আ.লীগ নেতাকে আসামি করে মামলা
সিলেট অফিস : সিলেটের বিশ্বনাথে গাড়ি নিলামের জের ধরে পুলিশ-ছাত্রলীগের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশ বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের চার নেতাকে আসামি করে মামলা করেছে।
বিশ্বনাথ থানার এসআই টিপু সুলতান সোমবার রাতে বাদী হয়ে এ মামলা (মামলা নং ২৭(১) ১৪) করেন। দ্য রিপোর্টকে মামলার সত্যতা নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হোসেন।
মামলার আসামিরা হলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বদরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মুহিবুর রহমান সুইট, উপজেলা যুবলীগের সদস্য আবদুল আজিজ সুমন ও ছাত্রলীগ নেতা তোফায়েল আহমদ।
উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মুহিবুর রহমান সুইট বলেন, থানার ওসি রফিকুল হোসেনের ঘুষ-বাণিজ্যের প্রতিবাদ করায় আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়।
প্রসঙ্গত, রবিবার থানায় রক্ষিত পুরনো গাড়ি নিলামের জের ধরে পুলিশ-ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় যুবলীগ-ছাত্রলীগ কর্মীরা থানায় হামলা চালিয়ে ওসির কক্ষের গ্লাস ভাঙচুর করে।
(দ্য রিপোর্ট/এমজে/এফএস/এএস/সা/জানুয়ারি ২৮, ২০১৪)