চাঁপাইনবাবগঞ্জে জামায়াত-শিবিরের ৭ কর্মী আটক
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের সাত কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।
সদর থানার ওসি জসিম উদ্দীন দ্য রিপোর্টকে জানান, বিশেষ অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচিতে সহিংস কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এরা সবাই জামায়াত-শিবিরকর্মী।
(দ্য রিপোর্ট/এআর/এফএস/এএস/সা/জানুয়ারি ২৮, ২০১৪)