কুড়িগ্রামে আটক ২৪
কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রামে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াত জোটের ২৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতভর জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকেরা হলেন, কুড়িগ্রাম সদর উপজেলায় ৭ জন, নাগেশ্বরী উপজেলায় ৫ জন, ভুরুঙ্গামারীতে ১ জন, রাজারহাটে ২ জন, উলিপুরে ৩ জন, রৌমারীতে ২ জন, ফুলবাড়ীতে ২ জন ও রাজিবপুর উপজেলায় ২ জন।
পুলিশ সূত্র জানায়, দশম জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতা ও নাশকতার আশঙ্কায় তাদের গ্রেফতার করা হয়েছে। তারা বিভিন্ন মামলার আসামি।
জেলা পুলিশ সুপার সঞ্জয় কুমার কুন্ডু জানায়, সংখ্যালঘুদের ওপর হামলার আশঙ্কায় পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
(দ্য রিপোর্ট/জেআই/ইইউ/এমসি/আরকে/জানুয়ারি ২৮, ২০১৪)