বঙ্গজের রাইটের আবেদন নাকোচ
দ্য রিপোর্ট প্রতিবেদক : আন্তর্জাতিক হিসাবমান (আইএএস) ও আন্তর্জাতিক নিরীক্ষামান (আইএসএ) পরিপালন না করায় খাদ্য ও আনুষঙ্গিক খাতের বঙ্গজের রাইট শেয়ারের আবেদন নাকোচ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসইসির পক্ষ থেকে জানানো হয়েছে, কোম্পানিটি ২০০৬ সালের রাইট ইস্যু রুলসের ৩(ই) ধারা অনুযায়ী আর্থিক প্রতিবেদন তৈরিতে আইএএস ও আইএসএ পরিপালনের ব্যর্থ হয়েছে। যে কারণে রাইট শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের ক্ষেত্রে এ কোম্পানির আবেদন নাকোচ করা হয়েছে।
জানা গেছে, গত বছরের ২৮ জুলাই কোম্পানিটি ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ৫টি রাইট শেয়ার ছাড়ার ঘোষণা দেয়।
(দ্য রিপোর্ট/ডব্লিউএন/সা/জানুয়ারি ২৮, ২০১৪)