দ্য রিপোর্ট প্রতিবেদক : লভ্যাংশ ঘোষণা করেছে বস্ত্র খাতের ম্যাকসন্স স্পিনিং। মঙ্গলবার কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া অর্থ বছরের জন্য বিনিয়োগকারীদের ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছেন। কোম্পানির শেয়ার বিভাগের ব্যবস্থাপক মো. নাসির উদ্দিন দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিনিয়োগকারী নির্বাচনের জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে আগামী ১৬ ফেব্রুয়ারি। এ ছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ১৩ মার্চ।

শেষ হওয়া অর্থ বছরে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ০.৭২ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ হয়েছে ১৯.৯৯ টাকা।

এর আগের বছরও কোম্পানিটি ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।

(দ্য রিপোর্ট/এস/ডব্লিউএন/আরকে/জানুয়ারি ২৮, ২০১৪)