দ্য রিপোর্ট প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে তালিকাভুক্তি ও নবায়নের সময়সীমা ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৭৩-এর প্রথম স্ট্যাটিটিউটের ১৭(১) ধারা অনুযায়ী যে সব শিক্ষার্থী ডিগ্রি প্রাপ্তির পর ৩ বছর অতিক্রান্ত করেছেন কেবল তারাই রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নবায়ন ও রেজিস্ট্রেশন করতে পারবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রেজিস্ট্রারের অনুকূলে অগ্রণী ব্যাংক জাবি শাখার উপর ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডারের মাধ্যমেও তালিকাভুক্তি বা নবায়ন ফি পরিশোধ করা যাবে। আবেদন ফরম পূরণ পূর্বক ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার আবেদন ফরমের সঙ্গে সংযুক্ত করতে হবে। এ ছাড়াও পূর্ব ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী অগ্রণী ব্যাংক জাবি শাখায় বিবিধ রশিদের মাধ্যমে সিডি-৬৮ নং হিসাবে টাকা জমা দেওয়া যাবে।

রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে তালিকাভুক্তি ও নবায়নের আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.juniv.edu)পাওয়া যাবে।

(দ্য রিপোর্ট/এএস/এফএস/এপি/সা/জানুয়ারি ২৮, ২০১৪)