কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১
কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় মাইদুল (১৫) নামে একজনের মৃত্যু হয়েছে। কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর বাজার থেকে ঘোগাদহ বাজারে ইঞ্জিনচালিত ট্রলি নিয়ে যাওয়ার পথে যাত্রাপুর বাজারের কাছেই এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ট্রলির চালক মাইদুল অপরদিক থেকে আসা একটি ট্রাককে জায়গা দিতে গেলে ট্রলিটি উল্টে তার গায়ের ওপর পরে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।
নিহত মাইদুল যাত্রাপুর ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের আব্দুল আউয়ালের ছেলে বলে জানা গেছে।
(দ্য রিপোর্ট/জেআই/এফএস/এপি/আরকে/জানুয়ারি ২৮, ২০১৪)