দিরিপোর্ট২৪ ডেস্ক : পরপর দুই ম্যাচে জিতে ফুরফুরে মেজাজে রয়েছে মুশফিকুর রহিমের দল। শেষ ও তৃতীয় ম্যাচেও জয় পেতে মরিয়া তারা। সফরকারী নিউজিল্যান্ডকে তিন বছর পর আবারও ঘরের মাটিতে হোয়াইটওয়াশ করতে বদ্ধ পরিকর টাইগাররা।

প্রথম ওয়ানডেতে মুশফিকুর রহিম ও নাঈম ইসলামের হাফসেঞ্চুরির কল্যাণে দারুণভাবে ব্যাটিং বিপর্যয় সামলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ওই ম্যাচে রুবেল হোসেনের হ্যাটট্রিকের সঙ্গে ছয় উইকেট শিকারও কিউইদের কোণঠাসা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বলতে গেলে রুবেলের বোলিংয়ের ওপর ভিত্তি করেই জয় তুলে নেয় বাংলাদেশ।

জয়ের ধারা দ্বিতীয়টিতেও অব্যাহত রাখে টাইগাররা। এই ম্যাচে বড় স্কোর করতে না পারলেও তামিম ইকবালের হাফসেঞ্চুরির কল্যাণে লড়াই করার পুঁজি পেতে সমস্যা হয়নি বাংলাদেশে।সঙ্গে মাশরাফির দুর্দান্ত বোংলিয়ে টানা দ্বিতীয় জয় পায় স্বাগতিকরা।

উড়তে থাকা বাংলাদেশ আপাতত মাটিতে নামার চিন্তা করছে না। তাই তৃতীয় ম্যাচে জিতে আবারও কিউইদের হোয়াইটওয়াশ করার পরিকল্পনা করছে বাংলাদেশ। রবিবার ফতুল্লা স্টেডিয়ামে দুপুর দেড়টায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগারারা।

(দি রিপোর্ট২৪/সিজি/এমডি/নভেম্বর ০২, ২০১৩)