দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘এরশাদের সকল ভণ্ডামি, ভাওতাবাজি, দুমোখো আচরণ থেকে জাতীয় পার্টিকে রক্ষা করেছি’ বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদ।

জাতীয় প্রেস ক্লাবে মঙ্গলবার বিকেলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

কাজী জাফর বলেন, ‘বাংলাদেশে যে কোনো সময় গণঅভ্যুত্থান ও জনবিস্ফোরণ ঘটতে পারে।’

তিনি আরও বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচন প্রমাণ করে দিয়েছে বাংলার মাটিতে এখনও বাকশাল কায়েম রয়েছে। আওয়ামী লীগ অনেক বড় রাজনৈতিক সংগঠন হতে পারে কিন্তু তাদের মন অত্যন্ত ছোট। তারা ক্ষমতালোভী। ক্ষমতা পাওয়ার জন্য গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনার সাজানো বাকশালী কাঁচের ঘর জনবিস্ফোরণের মাধ্যমে ভেঙ্গে খান খান হয়ে যাবে।’

‘শহীদ জিয়া-গণতন্ত্র আজকের প্রেক্ষাপট’- শীর্ষক এই আলোচনা সভা নাগরিক আন্দোলন আয়োজন করে।

সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে যে গণতন্ত্র নিহত হয়েছে ২৯ জানুয়ারি সংসদ কার্যকর হওয়ার মধ্য দিয়ে তার জানাজা পড়ানো হবে।’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘গম চুরি ও টাকার ভাগ-বাটোয়ারা কখন করবে সে জন্য সরকার নিজেদের মতো করে সংবিধান সংশোধন করে নির্বাচন দিয়েছে।’

তিনি বলেন, ‘দেশের এমন ক্রান্তিলগ্নে যদি খালেদা জিয়া মুখ গোমরা করে বসে থাকেন তবে কোনো লাভ হবে না। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে তাকে পরিষ্কারভাবে কথা বলতে হবে।’

নাগরিক আন্দোলনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আলহাজ আবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ খালেক, সাবেক সংসদ সদস্য রাশিদা আক্তার হীরা, ঢাকা মহানগরের সভাপতি আসাদুল করিম পিন্টু ।

(দ্য রিপোর্ট/এসআর/এমএআর/এনআই/সা/জানুয়ারি ২৮, ২০১৪)