ঝিনাইদহে অস্ত্র, গুলি, বোমাসহ আটক ১
ঝিনাইদহ সংবাদদাতা : জেলা শহরের শেরে-এ বাংলা সড়কের পাশ থেকে একটি অস্ত্র, এক রাউন্ড গুলি, দু’টি বোমা ও দু’টি রামদাসহ তুষার হোসেন (২৫) নামের একজনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে তাকে আটক করা হয়। সে পৌর এলাকার কালিকাপুর গ্রামের কানা বক্কারের ছেলে।
ঝিনাইদহ র্যাব-৬ এর স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টার দিকে জেলা শহরের শেরে-এ বাংলা সড়ক এলাকায় অভিযান চালিয়ে তুষারকে আটক করা হয়। এ সময় তার স্বীকারোক্তিতে রাস্তার পাশে পরিত্যক্ত ঘর থেকে একটি অস্ত্র, এক রাউন্ড গুলি, দু’টি বোমা ও দু’টি রামদা উদ্ধার করা হয়।
(দ্য রিপোর্ট/টিএম/এমএইচও/এপি/আরকে/জানুয়ারি ২৮, ২০১৪)