‘রবিবারের সভা নির্বাচনী জনসভায় রূপ নেবে’
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, রবিবার জেল হত্যা দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের প্রতিবাদ সভা নির্বাচনী জনসভা হিসেবে রূপ নেবে।
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মঞ্চ পরিদর্শনকালে শনিবার বিকেলে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
হানিফ বলেন, ৩ নভেম্বর ঐতিহাসিক জেল হত্যা দিবস। এই দিনে জাতীয় চার নেতাকে সরকারী পৃষ্ঠপোষকতায় জেলের ভিতর হত্যা করা হয়। এই দিনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে স্মরণ ও প্রতিবাদ সভার কর্মসূচি দিয়েছি। বিরোধী দল দেশে হরতাল-নৈরাজ্য সৃষ্টি করছে। জনগণের অংশগ্রহণে রবিবারের সভা নির্বাচনী জনসভায় রূপ নেবে।
আবারো বিরোধী দলের ডাকা হরতালের প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী সংলাপের আহ্বান দেওয়ার পরও বিএনপি চেয়ারপারসন সে দাওয়াত গ্রহণ না করে বার বার হরতালের ডাক দিচ্ছেন। যা অত্যন্ত দুঃখজনক। এ হরতাল-নৈরাজ্যের কারণে শিক্ষার্থীদের ও হজ্জ্ব যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী বলেন, বিএনপি চেয়ারপারসন বার বার সহিংস হরতালের আহ্বান করে সংলাপের পরিবেশ নষ্ট করেছেন। সংলাপের আহ্বানকে বিএনপি প্রধানমন্ত্রীর দুর্বলতা মনে করেছিল। কিন্তু এসকল অশালীন কর্মকাণ্ড আর সহ্য করা হবে না।
এ সময় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী এ্যাড. কামরুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
(দিরিপোর্ট২৪/আরভি/ এমডি/ নভেম্বর ০ ২, ২০১৩)