টাঙ্গাইলে আইসিটি মন্ত্রণালয়ের কর্মশালা
টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে তথ্য যোগাযোগ ব্যবহারের মাধ্যমে আইটি সেক্টরসহ হাইটেক শিল্পের বিকাশ ও উন্নয়নের উপযুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে মঙ্গলবার দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সভাকক্ষে সকালে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব একেএম লুৎফর রহমান।
অতিরিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জহিরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের চেয়ারম্যান আহসান হাবিব, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গাজী মোহাম্মদ সাইফুজ্জামান, জেলা প্রশাসকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সহকারী কমিশনার সানোয়ারুল হক প্রমুখ।
কর্মশালায় বিভিন্ন সরকারী দফতরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন পেশার লোকজন অংশ নেন।
(দ্য রিপোর্ট/এআর/এমএইচও/এপি/সা/জানুয়ারি ২৮, ২০১৪)