বেনাপোল (যশোর) সংবাদদাতা : বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকা থেকে মঙ্গলবার বিকেলে পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও বিজিবি।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক সোয়েব আহমেদ দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের আবেদ আলীর ছেলে ফজলুর রহমান (৪০), কালাচাঁদের ছেলে মোস্তফা (৩০), কাদেরের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৩), আজিজের ছেলে দেলোয়ার (২৭) ও কাশিপুর গ্রামের চান্দু মিয়ার ছেলে রাজ্জাক (৪০)।

(দ্য রিপোর্ট/জেএইচ/এমএইচও/সা/জানুয়ারি ২৮, ২০১৪)