মাদারীপুর সংবাদদাতা : মাদারীপুর সদর উপজেলায় সংযোগ সেতু নির্মাণকালে রুহুল আমিন (২২) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলার মস্তফাপুর-গাছবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন নীলফামারী জেলার জলঢাকা উপজেলার দক্ষিণ পাইচপাড়া গ্রামের হাসান উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, সেতুর নির্মাণ কাজ করার সময় রুহুল আমিন পড়ে গিয়ে গুরুতর আহত হয়। আহতাবস্থায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রুহুল আমিন ২ মাস যাবত ওই সেতুর নির্মাণ কাজ করে আসছিল।

মাদারীপুর সদর থানার ওসি মোফাজ্জেল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কাজ করার সময় অসাবধানতাবশত সেতুর নিচে পড়ে যায়। তবে এ ঘটনায় কারও বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/এসএইচটি/এসএন/এপি/সা/জানুয়ারি ২৮, ২০১৪)