আকাশে উড়ল শাবি’র ড্রোন : বুধবার আনুষ্ঠানিকতা
সিলেট অফিস : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) তৈরি ড্রোন (চালকবিহীন বিমান) পরীক্ষামূলকভাবে আকাশে উড়ানো হয়েছে। বুধবার দুপুরে এটি আনুষ্ঠানিকভাবে উড়ানো হবে।
পরীক্ষামূলক হিসেবে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ড্রোনটির উড্ডয়ন সম্পন্ন হয়। প্রায় ১৫ মিনিট ধরে আকাশে উড়ে দেশীয় প্রযুক্তির ওই ড্রোনটি। এ সময় উপস্থিত ছিলেন ড্রোন তৈরিকারক দলটির সদস্য পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রেজুয়ানুল হক নাবিল, মারুফ হোসেন রাহাত ও রবি কর্মকার।
এদিকে বুধবার দুপুর ১২টায় ড্রোনটি নিয়ে সাংবাদিকদের সামনে ব্রিফিং করবেন অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল। এ সময় ড্রোনটি আনুষ্ঠানিকভাবে উড্ডয়ন করা হবে।
তৈরিকারক দলটির দলনেতা রেজুয়ানুল হক নাবিল দ্য রিপোর্টকে বলেন, ‘২০১৩ সালের এপ্রিলের দিকে প্রথমে আমাকে এ ড্রোন তৈরির ব্যাপারে উৎসাহিত করেন ড. জাফর ইকবাল স্যার। এরপর থেকেই আমরা ড্রোন তৈরির কাজ শুরু করি। প্রায় দেড় বছর কঠোর পরিশ্রমের পর আমরা সফলতার খুব কাছাকছি এসেছি।’
আকাশে ড্রোন উড়ানোর ব্যাপারে তিনি বলেন, ‘আজ যখন আমরা আকশে ড্রোন উড়াতে যাই তখন বাতাসের বেগ বেশি ছিল। তারপরও কোনো রকম ঝামেলা ছাড়াই ড্রোনটি আকাশে প্রায় ১৫ মিনিট উড়ে।’
তিনি আরও বলেন, ‘ড্রোন তৈরি এখনও সম্পূর্ণ হয়নি।’ তবে শিগগিরই এটি পূর্ণাঙ্গভাবে আকাশে উড়ানো হবে বলেও জানান তিনি।
ড্রোনটি তৈরি করতে এ পর্যন্ত প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়েছে। পুরো খরচই বহন করেছেন শাবি’র ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুহাম্মদ জাফর ইকবাল।
(দ্য রিপোর্ট/এমজেএইচ/এসকে/জানুয়ারি ২৮, ২০১৪)