নিজেদের অবস্থান সুস্পষ্ট করুন : ইমরান
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : প্রধান দুই দলের উদ্দেশে গণজাগরণ মঞ্চের মূখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, আসন্ন নির্বাচনী ইশতেহারে জঙ্গিবাদ,সন্ত্রাসবাদ ও যুদ্ধাপরাধীদের নিয়ে নিজেদের অবস্থান সুস্পষ্ট করুন। শাহবাগের গণজাগরণ মঞ্চে রবিবার বিকেল ৩টায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
ইমরান এইচ সরকার বলেন, ‘যুদ্ধাপরাধীর দল জামায়াত-শিবির বলে বেড়াচ্ছে, তারা ২৫ অক্টোবরের পরে গণজাগরণের সঙ্গে জড়িত কোন কর্মীকে বাঁচতে দেবে না। আমি বলতে চাই, ২৫ অক্টোবর পেরিয়ে গেছে আর আমরাও বেঁচে আছি। সুতরাং এখন আমরা বলবো, আপনারা শুনবেন।’
জামায়াত-শিবিরের উদ্দেশ্যে তিনি বলেন, ‘গণজাগরণ মঞ্চের কর্মীদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না। এবার আমরা রাজপথে নামলে সর্বশক্তি দিয়ে আপনাদের মোকাবিলা করবো।’ এ সময় তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে গণআন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।
সরকারের প্রতি ইমরান বলেন, ‘যুদ্ধপরাধীদের বিচারের রায় আপনারা দিয়েছেন। আশা করছি, এবার সেটা বাস্তবায়ন করবেন।’
সমাবেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না। সংবিধানকে মেনে নিতে পারেন না। তাহলে কেন এদেশে রাজনীতি করতে চান? দেশ পরিচালনার জন্য কেন এত লোভ আপনাদের?’
তিনি জামায়াত-শিবিরের উদ্দেশে বলেন, ‘এদেশে কওমী মাদ্রাসাগুলোতে ৫০ লক্ষ কোমলমতি শিশুরা পড়ালেখা করছে। দয়া করে তাদের হাতে বোমা তুলে দিয়ে আপনাদের নোংরা রাজনীতির বলি করবেন না।’
সরকারের উদ্দেশে মানবাধিকার কর্মী ও নারীনেত্রী খুশি কবির বলেন, ‘আপনারা নির্বাচনী ইশতেহারে প্রতিজ্ঞা করেছিলেন যুদ্ধপরাধীদের বিচার করবেন। বিচার শেষ হয়েছে। এবার রায় কার্যকর করুন। তা না হলে ১৬ কোটি মানুষের কাছে দেয়া আপনাদের প্রতিজ্ঞা ভঙ্গ হবে।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক শাবান মাহবুব, আবুল কালাম আজাদ বীর বিক্রম, জাতীয় সঞ্চালন পরিষদের আহ্বায়ক বিপ্লব কুমার ঘোষ, উদীচি শিল্পী গোষ্ঠীর সহ-সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার স্বপন, জাতীয় নারী শ্রমিক জোটের আহ্বায়ক উম্মে হাসান ঝলমল, ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক সোহান চৌহান, বাংলাদেশ ছাত্র সমিতির আহ্বায়ক জাহিদুর রহমান খান, ছাত্র আন্দোলনের সভাপতি মঞ্জুরুল আলম মিঠু, যুদ্ধাপরাধী বিচার মঞ্চের আহ্বায়ক খালেদুর রহমান শাকিল, আওয়ামী বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদক নুরুদ্দিন খান টেলা, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশারেফা মিশু, বাংলাদেশ হাক্কানি খানকায়ে শরীফের মহাসচিব আব্দুল বাতেন, প্রমুখ।
(দিরিপোর্ট২৪/এস/এইচএস/এমডি/নভেম্বর ০২, ২০১৩)