সিলেট বিভাগে গ্রেফতার ৯৪
সিলেট অফিস : সিলেট রেঞ্জের বিভিন্ন জেলা ও মহানগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেফতার করেছে।
সিলেটের বিভিন্ন উপজেলায় মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রেঞ্জের সিলেট জেলা পুলিশ ২২ জন, মৌলভীবাজার ১১, হবিগঞ্জ ৩০ ও সুনামগঞ্জ জেলা পুলিশ ১৮ জনকে গ্রেফতার করেছে।
সিলেটের অতিরিক্ত ডিআইজি এম. সাখাওয়াত হোসাইন দ্য রিপোর্টকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।
এ দিকে, সিলেট মহানগর পুলিশ বুধবার ভোরে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জিদান আল-মুসা।
(দ্য রিপোর্ট/এমজে/ইইউ/এএল/জানুয়ারি ২৯, ২০১৪)