সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত স্বাস্থ্যকর্মীর মৃত্যু
সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের দিরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত নন্দিতা পুরকায়স্থ (২৩) নামে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নন্দিতা পুরকায়স্থ উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামের অনিল পুরকায়স্থের মেয়ে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, মঙ্গলবার দুপুরে নন্দিতা অফিস সহকারী মাসুক মিয়া ও চালক অনুপ পুরকায়স্থসহ মোটরসাইকেলযোগে বাংলাবাজারের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনে যাচ্ছিলেন। পথে একটি যাত্রীবাহী হিউম্যান হলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়। পরে আহত মাসুক মিয়াকে জেলা সদর হাসপাতালে ও অপর দুইজন আহত অনুপ ও নন্দিতাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্বাস্থ্যকর্মী নন্দিতার মৃত্যু হয়।
(দ্য রিপোর্টে/আরএ/ইইউ/এমসি/এএল/জানুয়ারি ২৯, ২০১৪)