মানিকগঞ্জ সংবাদদাতা : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের ভাতিজা রুবেল দেওয়ানকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার দাশকান্দি বয়ড়া গ্রামের নিজ বাড়িতে মঙ্গলবার রাতে তাকে হত্যা করা হয়।

এ ঘটনায় সন্দেহজনকভাবে চারজনকে আটক করেছে পুলিশ। আটকেরা হল- কাদের (২৬) ও বিপুল (৪০)।

নিহত রুবেল উপজেলার বয়ড়া গ্রামের মৃত রওশন দেওয়ানের ছেলে।

নিহতের চাচা বোরহান দেওয়ান জানান, রুবেল ঢাকায় ব্যবসা করত। উপজেলা নির্বাচনী প্রচারণা চালাতে মঙ্গলবার তিনি বাড়িতে আসেন। রাত দেড়টার দিকে ১০/১২ জনের একদল দুর্বৃত্ত বাড়িতে এসে সাইদুর চেয়ারম্যানকে ডাকতে থাকে। এ সময় রুবেল ঘর থেকে বাইরে আসে। দূর্বৃত্তরা রুবেলকে সাইদুর ভেবে হত্যা করে।

হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী জানান, ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটকদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

(দ্য রিপোর্ট/এনইউ/ইইউ/এমসি/জানুয়ারি ২৯, ২০১৪)