রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সমালোচনা অ্যাবোটের
দ্য রিপোর্ট ডেস্ক : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এবিসি) সমালোচনা করে বলেন, ‘অস্ট্রেলিয়া ছাড়া সবার পক্ষ নিচ্ছে এবিসি।’
এবিসি’র দেশের প্রতি কিছু সাধারণ ভালোবাসা দেখানো উচিত বলে মন্তব্য করেছেন অ্যাবোট।
টুজিবি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এ সব কথা বলেন অ্যাবোট।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের কয়েকটি প্রতিবেদনে শরণার্থীদের সঙ্গে খারাপ ব্যবহার করছে বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়ার ওপর গুপ্তচরবৃত্তি করছে বলেও দাবি করেছে এবিসি।
এ ব্যাপারে অ্যাবোট জানান, সাবেক মার্কিন সিআইএ কর্মকর্তা অ্যাডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা তথ্যের ভিত্তিতে গুপ্তচরবৃত্তির দাবি করে এবিসর করা প্রতিবেদনে তিনি ‘চিন্তিত ও উদ্বিগ্ন’।
স্নোডেনের ফাঁস করা তথ্যে দেখা গেছে, অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ও সিনিয়র মন্ত্রীদের ফোনে আড়ি পেতেছে।
এ নিয়ে এবিসির প্রতিবেদনের জেরে দুই দেশের মধ্যে কূটনীতিক টানাপোড়েন শুরু হয়েছে। ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা স্থগিত করেছে।
এ ছাড়া অস্ট্রেলিয়ার নৌবাহিনীর সদস্যরা শরণার্থীদের সঙ্গে খারাপ আচরণ করছে বলে এবিসির প্রকাশিত প্রতিবেদনের সমালোচনা করেন অ্যাবোট।
তবে অস্ট্রেলিয়ার সেনাবাহিনী ও সরকার এ দাবি পুরোপুরি অস্বীকার করেছে। এ ব্যাপারে তদন্তে ইন্দোনেশিয়াকে সহযোগিতা করার প্রস্তাবও দিয়েছে অস্ট্রেলিয়া।
এ দিকে এবিসি অ্যাবোটের সাক্ষাৎকারের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
তবে বিরোধী দল অ্যাবোটের সাক্ষাৎকারের পর জানিয়েছে, সরকারের গণমাধ্যমের নিরাপত্তাকে স্বাগত জানানো উচিত। (সূত্র: বিবিসি)
(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/এএল/ জানুয়ারি ২৯, ২০১৪)