সন্ধ্যায় আরণ্যকের রাঢ়াঙ
দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যপরীক্ষণ হলে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় আরণ্যক নাট্যদল মঞ্চস্থ করবে নাটক রাঢ়াঙ। নাটকটি রচনা এবং নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ।
আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের ঘাত-প্রতিঘাত, হাসি-কান্না, উচ্ছেদ, হত্যার মতো নির্মম চিত্র এবং আদিবাসীদের ভূমির অধিকার নিয়ে গড়ে উঠেছে নাটকের গল্প। নাটকে দেখা যাবে, আলফ্রেড নামে একজন সাঁওতালের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার কারণে কী করে মৃত্যু তাকে গ্রাস করেছে। এরই বাস্তব চিত্র ফুটে উঠেছে এ নাটকে। ২০০০ সালের ১৮ আগস্ট ক্ষমতাবান জোরদার হাতেম আলী, বাবু, গদাই, উমর, খোকা, সাত্তার, কাসেম ও আয়েস গংয়ের নীলনকশা অনুযায়ী প্রকাশ্যে আদিবাসী সাঁওতাল নেতা আলফ্রেড সরেনকে হত্যা করা হয়েছিল। এরই বাস্তব ঘটনা নিয়ে নাট্যকার মামুনুর রশীদ রচনা করেছেন রাঢ়াঙ নাটকটি।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, মামুনুর রশীদ, তমালিকা কর্মকার, চঞ্চল চৌধুরী, আখম হাসান, শামীম জামান, জয়রাজ, শামীমা শওকত লাভলী, আমানুল হক হেলাল, হাসিম মাসুদ, আরিফ হোসেন আপেল, সাজ্জাদ সাজু রুহুল আমিন।
(দ্য রিপোর্ট/এমএ/এমসি/এএল/জানুয়ারি ২৯, ২০১৪)