দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের নতুন রাজনৈতিক দল আম আদমি পার্টি বা এএপি’র নেতারা তাদের দলের অর্থ তহবিলের উৎস সম্পর্কিত তথ্য সরবরাহে ব্যর্থ হয়েছে। দিল্লি হাইকোর্টে বুধবার এমন দাবি করে ইউনিয়ন সরকার।

জনস্বার্থ সংরক্ষণ বিষয়ক আইনের ওপর ভিত্তি করে দায়ের করা এক মামলার শুনানিতে এই দাবি করে ইউনিয়ন সরকার। ওই মামলায় আম আদমি পার্টির বিদেশি অর্থ সহায়তা বন্ধে নিষেধাজ্ঞা জারির আবেদন করা হয়।

২০১৩ সালের অক্টোবরে অভিযোগটি খতিয়ে দেখার জন্য স্বারাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয় আদালত। তবে আম আদমি পার্টি বিদেশি অর্থ সহায়তা গ্রহণ সংক্রান্ত সব অভিযোগ অস্বীকার করে।

অরবিন্দ কেজরিওয়ালসহ দলটির অন্য নেতারা অভিযোগ করেন, কংগ্রেস ও বিজেপির মতো পুরনো রাজনৈতিক দলগুলোর কাছে আরও স্বচ্ছতা এবং দায়বদ্ধতা দাবি করার কারণেই তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এ ধরনের অভিযোগ আনা হয়েছে।


অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি গত ডিসেম্বরে দিল্লির প্রাদেশিক নির্বাচনে চোখ ধাঁধানো বিজয় লাভ করে। ওই বিজয়ের মধ্য দিয়েই অরবিন্দ দিল্লির মূখ্যমন্ত্রী নিযুক্ত হন। নির্বাচনী ক্যাম্পেইনের সময় আম আদমি পার্টি জানায়, অনলাইনে প্রচারণার মাধ্যমেই তারা তাদের ২০ কোটি রুপির তহবিল সংগ্রহ করেছিল। (সূত্র : এনডিটিভি)

(দ্য রিপোর্ট/এমএটি/ এমডি/এএলজানুয়ারি ২৯, ২০১৪)