রাবিতে বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের অবরোধ
রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ধিত ফি বাতিলসহ তিন দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রশাসন ভবন অবরোধ করেছে শিক্ষার্থীরা।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার সকাল ১১টায় শিক্ষার্থীরা প্রশাসন ভবন অবরোধ করে।
এর আগে মঙ্গলবার শিক্ষার্থীরা একই দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করে। ওই সমাবেশ থেকেই বুধবারের কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘এর আগে বর্ধিত ফি ও সন্ধ্যাকোর্স বাতিলের দাবিতে ২১ জানুয়ারি প্রশাসনকে সাত দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু আল্টিমেটামে প্রসাশানের কোনো প্রতিক্রিয়া না থাকায় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হয়েছি।’
রাবির ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. সাদেকুল অরেফিন মাতিন জানান, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে বর্ধিত ফির বিষয়টি নিয়ে এক জরুরি সভা ডাকা হয়েছে। এ ব্যাপারে সভায় সিদ্ধান্ত নেওয়ার পর বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
(দ্য রিপোর্ট/এমএএ/এফএস/এমডি/আরকে/জানুয়ারি ২৯, ২০১৪)