চট্টগ্রামের কোকেনকাণ্ডে দুই আসামির জামিন স্থগিত
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম বন্দরে ভোজ্যতেলের ঘোষণা দিয়ে তার পরিবর্তে তরল কোকেন আমদানির ঘটনায় দায়ের করা এক মামলায় দুই আসামিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন সুপ্রীম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার আদালতের বিচারপতি মোহাম্মদ ইমান আলী রাষ্ট্রপক্ষের আবেদনে হাইকোর্টের দেওয়া জামিন ছয় সপ্তাহের জন্য স্থগিত করেন।
দুই আসামি হলেন- তৈরি পোশাক রফতানিকারক প্রতিষ্ঠান মণ্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমান খান ও সূর্যমুখী তেলের আমদানিকারক প্রতিষ্ঠান খানজাহান আলী লিমিটেডের কর্মকর্তা মোস্তফা কামাল।
আদালতে রাষ্ট্রপক্ষের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৬ ডিসেম্বর হাইকোর্ট দুই আসামিকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। পরে ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। দুই আসামির পক্ষে ছিলেন আইনজীবী এস এম মুনীর।
আদেশের পর মুরাদ রেজা সাংবাদিকদের বলেন, জামিন স্থগিত হওয়ায় দুই আসামি আপাতত কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।
বলিভিয়া থেকে মেসার্স খানজাহান আলী লিমিটেডের নামে আমদানি করা সূর্যমুখী তেলের চালান থেকে গত ৭ জুন চট্টগ্রাম বন্দরের সিসিটি ৩ নম্বর ইয়ার্ডে ৪নং গেটের পাশে তরল কোকেনসহ প্রথমে একটি কন্টেইনার আটক করে সিলগালা করে দেয় শুল্ক গোয়েন্দা অধিদফতর।
পরে আদালতের নির্দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, শুল্ক গোয়েন্দা বিভাগ, কাস্টমস, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও সরকারি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আটক সিলগালা কন্টেইনারটি খোলা হয়। এর পর সেখানে নমুনা সংগ্রহের পর ১০৭টি ড্রামের মধ্যে ১১টি ড্রামকে উন্নত ল্যাবে পরীক্ষা-নিরীক্ষার জন্য আলাদা করে রাখা হয়। কন্টেইনার খুলে ১০৭টি ড্রাম থেকে নমুনা পরীক্ষা করে কোকেনের অস্তিত পাওয়া যায়। এ ঘটনায় ২৮ জুন চট্টগ্রামের বন্দর থানায় মাদক আইনে মামলা করে পুলিশ। ওই মামলার আসামি হিসেবে আতিকুর রহমান ও মোস্তফা কামালকে ১ জুলাই গ্রেফতার করে পুলিশ।
(দ্য রিপোর্ট/এপি/এজেড/ডিসেম্বর ২৯, ২০১৫)