চট্টগ্রাম প্রতিনিধি : পৌর নির্বাচনে ভোট শুরুর আধা ঘণ্টার মধ্যেই চট্টগ্রামের চন্দনাইশের দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। কেন্দ্র দুটিতে বুধবার সকাল ৮টায় ভোট শুরুর পর পরই নৌকা মার্কায় সিল মারার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়।

রিটার্নিং অফিসার সানজিদা শারমীন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ভোট শুরুর পর পরই কেন্দ্রগুলো বন্ধ করে নৌকা মার্কায় সিল মারার অভিযোগ পেয়ে সেখানে যাই। অভিযোগের সত্যতা মেলায় কেন্দ্র দুটিতে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এসকে/এএসটি/এজেড/ডিসেম্বর ৩০, ২০১৫)