সাতকানিয়ায় কেন্দ্রের বাইরে গোলাগুলিতে একজন নিহত
সাইফুল ইসলাম শিল্পী, চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংর্ঘষ ও গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন।
নিহত নুরুল আমিনকে (৩৮) যুবদল কর্মী দাবী করেছে বিএনপি। তবে পুলিশ বলছে, গুলিতে নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন পথচারী।
সাতকানিয়া পৌর সদরের সরকারি কলেজ কেন্দ্রের বাইরে বুধবার সকাল ১১টার দিকে এ সংর্ঘষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সদরের সরকারি কলেজ কেন্দ্রে ভোট চলাবস্থায় কেন্দ্রের বাইরে মাঠে হঠাৎ করে কাউন্সিলর প্রার্থী মোজাম্মেল হক ও মনিরুল ইসলামের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং গোলাগুলি শুরু হয়। এ সময় গুলিতে নুরুল আমিন ঘটনাস্থলেই মারা যান।
নিহত নুরুল আমিন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিমের ছেলে। কক্সবাজারের মহেশখালীতে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বলে জানান নিহতের ভাই আবুল কালাম।
তিনি বলেন, ‘আমার ভাই ভোট দিতে বাড়িতে এসেই গুলিতে প্রাণ দিল।’
সাতকানিয়া থানার ওসি (তদন্ত) মাহমুদুল হাই দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, কেন্দ্রের বাইরে মাঠে দুই কাউন্সিলর সমর্থকদের গুলিতে একজন পথচারী নিহত হয়েছেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। গোলাগুলির মাঝখানে পড়ে তিনি নিহত হয়েছেন।
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় নির্বাচনী মনিটরিং সেলের আহবায়ক মীর মোহাম্মদ নাছির উদ্দিন দ্য রিপোর্টকে জানান, সাতকানিয়াতে দুর্বৃত্তদের গুলিতে নিহত নুরুল আমিন স্থানীয় যুবদলের কর্মী।
খুনিদের গ্রেফতারের দাবী জানান তিনি।
(দ্য রিপোর্ট/এফএস/এএসটি/ডিসেম্বর ৩০, ২০১৫)