চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সবগুলো পৌরসভার নির্বাচন স্থগিত করে নির্বাচনের নতুন তারিখ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি।

দলটির চট্টগ্রাম বিভাগীয় মনিটরিং সেলের আহ্বায়ক সাবেক মন্ত্রী মীর মো. নাসির উদ্দিন বুধবার দুপুরে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে নির্বাচন কমিশনারের কাছে লিখিতভাবে দাবি জানানো হবে।

ভোটকেন্দ্র দখল ও কারচুপির অভিযোগ এনে এ দাবি জানান তিনি।

মীর নাসির জানান, এ ব্যাপারে বিকেল ৪টার দিকে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

(দ্য রিপোর্ট/এইচবিএস/এএসটি/এইচ/ডিসেম্বর ৩০, ২০১৫)