দ্য রিপোর্ট প্রতিবেদক : শিল্প খাতের আনুষঙ্গিক উপকরণসহ (এক্সেরসরিজ) ভারী শিল্প কারখানায় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে ভারত। শিল্পমন্ত্রী আমীর হোসেন আমুর সঙ্গে বুধবার দুপুরে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ।

এ বিষয়ে শিল্পমন্ত্রী এক ব্রিফিংয়ে বলেন, ‘ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। ভারত বাণিজ্য বৈষম্য কমাতে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশে গাড়ির টায়ারসহ বিভিন্ন এক্সেসরিজের কারখানা নির্মাণ করতে চায় ভারত। এ জন্য সে দেশের বড় বড় শিল্প মালিকরা বাংলাদেশ ভ্রমণ করবেন বলে ভারতের রাষ্ট্রদূত জানিয়েছেন। ’

তিনি আরও বলেন, ‘এ ছাড়া ভারতে বাংলাদেশি পণ্যের রফতানি বাড়াতে বিদ্যমান অশুল্ক বাধা দূরীকরণ ও বিএসটিআইকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে ভারত।’

তবে বৈঠকের বিষয়ে ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ শরণ গণমাধ্যমের সামনে কথা বলেননি।

(দ্য রিপোর্ট/এআই/ডব্লিউএন/এমডি/সা/জানুয়ারি ২৯, ২০১৪)