চট্টগ্রাম অফিস : জেলার ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৭টায় উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন— অটোরিকশার চালক মো. জহুরুল ইসলাম প্রকাশ বড় তনু (৬৫) ও যাত্রী আহাম্মদ গণি (৬০)। এর মধ্যে চালক জহুরুল ঘটনাস্থলে এবং যাত্রী স্থানীয় হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ ঘটনায় মুহাম্মদ আলাউদ্দীন (২৮) নামে অপর এক যাত্রী আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে ঘন কুয়াশার কারণে ট্রাক (রাঙ্গামাটি-ট-১০৮৭) সিএনজি অটোরিকশার (চট্টগ্রাম-থ-১১-০৯৬৮) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে চালক নিহত হয়।

ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) ছৈয়দুল হক খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত দু’জনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএমএম/এএসটি/সা/ডিসেম্বর ৩০, ২০১৫)