সীতাকুণ্ডে জাল ভোট ও কেন্দ্র দখলের চেষ্টা, আটক ১০
চট্টগ্রাম অফিস : জাল ভোট, কেন্দ্র দখল ও বিশৃঙ্খলা চেষ্টা করার অভিযোগে সীতাকুণ্ড পৌরসভা এলাকা থেকে ১০ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর মধ্যে সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ৪ জন, সীতাকুণ্ড ডিগ্রী কলেজ কেন্দ্র থেকে ৪ এবং সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ২ জনকে আটক করা হয়।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করে থানা নেওয়া হয়।
আটককৃতরা হলেন— সুমন, নাজিম উদ্দিন, রুবেল, সিরাজ, জামশেদ ও মো. সোহেল। বাকিদের পরিচয় এখনো নিশ্চিত করেনি পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুব আলম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ‘সকালে কেন্দ্রে ঢুকে জাল ভোট দেওয়ার চেষ্টা ও কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিনটি কেন্দ্র থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে তাদের বিচার হবে।’
(দ্য রিপোর্ট/এমএসআর/এসআর/সা/ডিসেম্বর ৩০, ২০১৫)