চট্টগ্রাম অফিস : নির্বাচন কমিশনারকে ‘অথর্ব্য’ আখ্যায়িত করে তার পদত্যাগ দাবি করেছে চট্টগ্রাম বিএনপি।

বুধবার বিকেলে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় মনিটর্নিং সেল আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেলের আহ্বায়ক মীর মোহাম্মদ নাছির উদ্দিন এ দাবি জানিয়েছেন।

তিনি বলেন, ‘চট্টগ্রামে ১০টি পৌরসভার নির্বাচনে সরকারদলীয় সমর্থকদের ভোট ডাকাতি, কেন্দ্র দখল, গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। তাই এখানের সব পৌরসভার নির্বাচন স্থগিত করে নতুন নির্বাচন কমিশনারের অধীনে পুনরায় নির্বাচন দিতে হবে।’

মীর নাছির বলেন, ‘চট্টগ্রামের ১০ পৌরসভায় সকাল ৯টার মধ্যেই সরকারদলীয় প্রার্থীরা ভোটকেন্দ্র দখল করে ভোট ছিনতাই করেছে। সরকারদলীয় সন্ত্রাসীরা সব কেন্দ্র নিজেদের দখলে নিয়েছে। সীতাকুণ্ডে আমাদের প্রার্থীর ওপর হামলা হয়েছে। সাতকানিয়া আমাদের কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। রাউজান, চন্দনাইশ. সাতকানিয়া, মিরসরাইয়, বারৈয়ারহাট, সন্দ্বীপসহ চট্টগ্রামের সব উপজেলায় একই অবস্থা। ভোটের আগেই তারা জিতে গেছে। ভোট ছিনিয়ে নিয়ে তারা বিজয় নিশ্চিত করে ফেলেছে। এ সব প্রহসনের নির্বাচনের কী দরকার ছিল।’

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা গোলাম আকবর খোন্দকার, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক লায়ন আসলাম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপি সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, এস এম ফজলুল হক, এনামুল হক এনাম আবু সুফিয়ান এবং সন্দ্বীপ, রাউজান, রাঙ্গুনিয়ার দলীয় মেয়র প্রার্থীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/আরএ/একেএস/সা/ডিসেম্বর ৩০, ২০১৫)